শনিবার ১২ টা নাগাদ জানা গেছে,পাথারকান্দিতে কংগ্রেসের এক কর্মীসভার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের উপসভাপতি সহ কংগ্রেসের বিভিন্নস্তরের কার্যকর্তারা। এতে ব্লক কংগ্রেসের সভাপতি পিলু সিনহা জানান,কংগ্রেস সংগঠনকে মজবুত করতে মন্ডলে জিপিতে বিভিন্ন ধরনের যোজনা নেওয়া হয়েছে। এবং তিনি আশা করছেন মন্ডলে জিপিতে কংগ্রেসের সংগঠন কাজ মজবুত হলে ২৬ এর বিধানসভা নির্বাচনে পাথারকান্দির আসন উদ্ধার করবে কংগ্রেস।