বছরভর সাধারনের জন্য ঠাঁয় দাঁড়িয়ে তাঁরা। বিপদে আপদে পথে ঘাটে পরিত্রাণ।আজ তাঁদের দিন পয়লা সেপ্টেম্বর পুলিশ দিবস। পুলিশের ভূমিকাকে কুর্নিশ জানিয়ে,সোমবার দুপুর নাগাদ বিনপুর ১ ব্লকের বিনপুর থানার আইসি প্রশান্ত দাস সহ সমস্ত পুলিশ কর্মীদের পুস্প স্তবক দিয়ে, মিষ্টি মুখ করান শিলদা গ্ৰাম পঞ্চায়েতের প্রধান সম্প্রীতা মল্লিক মন্ডল এছাড়াও ছিলেন এলাকার বিশিষ্ট সমাজসেবী মানস মন্ডল।