অল্প বৃষ্টিতেই বন্যার আকার ধারণ করলো শান্তিপুরের ৬ নম্বর ওয়ার্ড গৃহস্থের ঘরে হু হু করে ঢুকলো জল, সম্পূর্ণ উদাসীন পৌরসভা। আজ বিকেল নাগাদ ঘন কালো মেঘ ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয় শান্তিপুরে আর তারপরই শান্তিপুরের ৬ নম্বর ওয়ার্ডের অদ্বৈত সড়ক আগমেশ্বরী তলায় রীতিমতো বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়, রাস্তার জল হুহু করে ঢুকতে থাকে গৃহস্থের বাড়ীতে যার ফলে তিন তিনটি পরিবার রীতিমতো জলের তলায়, স্থানীয় কাউন্সিলার অরুণ বসাক ও শান্তিপুর পৌরসভায় বারংবার জানিয়েও কোন সূ