স্কুলের ক্লাসরুম, বারান্দা এবং স্কুল ঢোকার রাস্তাতে জমে জল! সেই জলের মধ্যেই হেঁটে চলে বেড়াচ্ছে বিষধর সাপ। বর্ষার সময় প্রতিবছরই এমনই অসুবিধার সম্মুখীন হতে হয়। নন্দগ্রাম প্রাথমিক বিদ্যালয় ছাত্রছাত্রীদের। স্কুল কর্তৃপক্ষ বিভিন্ন দপ্তরে জানিয়েছে বিষয়টি কিন্তু কোন ফল হয়নি, এরপরই এদিন শনিবার কালনা কাটোয়া STKK রোডের উপর স্কুলের বাচ্চারা এবং তাদের গার্জেনরা পথ অবরোধে সামিল। সেই পথ অবরোধে শামিল হয়েছেন স্কুলের শিক্ষকরাও এমনই ছবি ধরা পড়ল এদিন শনিবার।