কনকাঞ্জলির সময়েই মন্ডপে ঢুকে পড়লো লেডি গ্যাং! দেবীবরণ করতে আসা মহিলার সোনার হার চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে গেল গ্যাং এর এক সদস্য। এরপরই মন্ডপ জুড়ে ছোটাছুটি। পুজো কমিটির হাতে পাকড়াও দলের ৮ সদস্যই। মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হল তাদের।