ধর্মনগরে টুকটুক-বাইকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত। ধর্মনগর নয়াপাড়া স্কুলের সামনে যাত্রীবাহী একটি টুকটুক এবং একটি বাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে গুরুতরভাবে আহত হন বাইক চালক ও এক আরোহী। আহতদের পরিচয় জানা গেছে আহতরা হল বাইক চালক শুভ্র নমঃ (২২), বাড়ি দীগলবাগ এলাকায়।বাইক আরোহী আকাশ নমঃ (২১), বাড়ি হুরুয়া এলাকায়। দমকল বাহিনীর কর্মীদের মতে, যাত্রীবাহী টুকটুকটি নম্বরবিহীন ছিল।