সর্বত্র যখন উৎসবে মেতে উঠেছে মানুষ ঠিক তখন বেঁচে থাকার লড়াই চালাচ্ছে, পশ্চিম রতনপুর এলাকার বাসিন্দারা। এ বছরের নদী ভাঙ্গনে গোটা গ্রামের অনেক অংশই নিশ্চিহ্ন হয়ে গেছে। কয়েকশো পরিবার বাড়িঘর হারিয়ে বাঁধের উপরে অস্থায়ীভাবে মাথা গুঁজে ত্রিপলের নিচে দিন কাটাচ্ছে। সবদিকেই তীব্র হাহাকার পরিস্থিতি রয়েছে। শারদ উৎসব বলে এই এলাকার মানুষের কাছে কিছু নেই। বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন ভাঙ্গন বিধ্বস্ত পশ্চিম রতনপুর এলাকার বাসিন্দারা।