দক্ষিণ গ্রামে একাধিক দুর্গাপূজা কমিটির উদ্যোক্তারা দোলাই করে কলা বউ নিয়ে সেই কলা বউকে স্নান করিয়ে বিশেষ পুজোর আয়োজন করলেন , আজ সকালে দক্ষিণ গ্রাম থেকে সেই চিত্র উঠে এলো আমাদের নিউজের ক্যামেরায়। মূলত সপ্তমীর সকালে বিভিন্ন পুজো উদ্যোক্তারা ঢাকঢোল কাশি বাঁশি নিয়ে কলা বইয়ের বিশেষ পুজো দিতে দক্ষিণ গ্রামের পুকুরে হাজির হয় আর সেখানেই কলা বউকে স্নান করিয়ে তার বিশেষ পুজোর আয়োজন করল একাধিক দুর্গাপূজা কমিটির সদস্যরা।