প্রতিবছর পানাগড়ের রেলপাড়ের দুর্গাপুজো জেলা বা রাজ্যে কোন একটি স্থান গ্রহণ করে। সেই আশা নিয়ে এবারও কাল্পনিক একটি মন্দিরের আদলে শুরু হয়েছে পুজোর মন্ডপ। মন্ডপ তৈরি হচ্ছে বাঁশের বাতা,থার্মোকল সহ গ্রাম্য পরিবেশে সহজেই পাওয়া উপকরণ দিয়ে। এবছর এই ক্লাবের পুজো ৫৮ তম বর্ষে পদার্পণ করেছে। মহা ধুমধামে পুজোর আয়োজন করার পাশাপাশি। পুজোর চারটে দিন নানান অনুষ্ঠানের আয়োজন হয়।