Mandirbazar, South Twenty Four Parganas | Aug 26, 2025
দক্ষিণ ২৪ পরগনা মন্দিরবাজার বিধানসভার অন্তর্গত ঘাটেশ্বর মুসলমান পাড়া ও কয়াল পাড়া এস এস কে স্কুল আটজন ছাত্র-ছাত্রী নিয়ে বন্ধের মুখে এক বছর আগেও এই স্কুলে ছিল আড়াইশো জন ছাত্রছাত্রী ও চারজন শিক্ষক-শিক্ষিকা বর্তমানে আটজন ছাত্রছাত্রী নিয়ে বন্ধের মুখে এই স্কুল চিন্তায় পড়েছেন ওই স্কুলে পড়া ৮ জন ছাত্রছাত্রী অভিভাবকরা