তিস্তার জল বেড়ে গিয়ে ক্রান্তি ব্লকের চাপাডাঙ্গা গ্রামপঞ্চায়েতের কেরানিপাড়ায় দুইপাশের গ্রামের বাসিন্দাদের মধ্যে যোগাযোগের জন্য একমাত্র মাধ্যম ছিল বৈদ্যডাঙ্গি নদীর উপর বাশের সাকো। সেটাই এবার তিস্তার নদীর জল বেড়ে গিয়ে সেতুর একাংশ ভেঙে পড়ল। এঘটনায় বিপাকে পড়ে গিয়েছে দুইপাশের প্রায় পঞ্চাশ হাজার মানুষ। এই বাশের সাকোর উপর দিয়ে এতদিন পড়ুয়া থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা যাতায়াত করত। কিন্তু এবারে গত শুক্রবার তিস্তা নদীর জল বেড়ে ভেসে গিয়েছে সাকোর একাংশ।