ষাট ঊর্ধ্ব কৃষক ক্ষেত মজদুরদের মাসে ১০ হাজার টাকা করে পেনশন, হাতির আক্রমণে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ ও চাকরি সহ কৃষকদের একাধিক দাবি নিয়ে সোমবার দুপুরের পর মেদিনীপুরে জেলাশাসকের দপ্তরে বিক্ষোভ অভিযান অল ইন্ডিয়া কিষান ক্ষেত মজদুর সংগঠনের। মেদিনীপুরের রিংরোডে মিছিল করে জেলাশাসকের দপ্তরে জমা করলেন দাবি সনদ।