৮ ই সেপ্টেম্বর কলকাতার নিউটাউনে উৎসারী বংকেট হলে কৃতি ছাত্রীদের রাজ্য সরকারের তরফ থেকে পুরস্কৃত করা হবে। আর এই মেধাতালিকায় পশ্চিমবঙ্গ সরকার পোষিত হোম গুলির মধ্যে কোচবিহারের নিরাশ্রয় নারী ও শিশু সেবা ভবনের আবাসিক ছাত্রীরা নজর কারা ফল করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায়। এদিন এ বিষয়ে বিকেল চারটানা নাগাদ কি জানাচ্ছেন আবাসনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক শুনুন