ফালাকাটার ৩ মাইল থেকে শনিবার উদ্ধার করা হল ১২ ফুট লম্বা বার্মিজ পাইথন। ওই এলাকার এক ব্যক্তির বাড়ি থেকে মাঝে মাঝেই হাঁস মুরগি উধাও হয়ে যাচ্ছিল। শনিবার একটি হাঁসকে পেঁচিয়ে ধরতে দেখেন পরিবারের লোকজন। খবর পেয়ে ওই বাড়িতে গিয়ে হাঁসটি উদ্ধার করেন বন ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধি সৌম্য চক্রবর্তী, মৃন্ময় সরকার ও রাহুল সাহা। পরে সাপটিকে বনকর্মীদের জিম্মায় দেন তাঁরা। বনদপ্তর সূত্রের খবর, সাপটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে।