আর পি এফ এর দুই মহিলা কনস্টেবলের তৎপরতায় প্রাণী বাঁচিল এক রেল যাত্রী। সিসিটিভির ক্যামেরায় ধরা পড়লো পুরুলিয়া স্টেশনের তিন নম্বর প্লাটফর্মে সেই ছবি। গতকাল বিকেলে ঘটনাটি ঘটে পুরুলিয়া স্টেশনের তিন নম্বর প্লাটফর্মে। আজ সকালে রেলের পক্ষ থেকে বিষয়টি সংবাদ মাধ্যমকে জানানো হয়। এবং কিভাবে ওই রেল যাত্রীকে বাঁচানো হয় সেই দৃশ্য সিসিটিভির ভোটের তুলে দেওয়া হয়। দুই মহিলা রেলকর্ম ীর প্রশংসাও করেন মানুষ