হাইলাকান্দিতে জেলার জল মিত্র সংস্থার জেলা স্তরের কার্য্যকর্তা সহ কর্মীদের নিয়ে জেলা সদরে জেলা পরিষদ কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ জরুরী সভা অনুষ্টিত হলো আজ বৃহস্পতিবার | এ সভায় জেলার গ্রামীণ জল সরবরাহ ব্যবস্থার বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করে সমাধানের দাবি জানান। এতে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সভানেত্রীর প্রতিনিধি মান্না খান এবং কালীনগর পাইকান জেলা পরিষদ সদস্যা প্রতিনিধি কবির উদ্দিন লস্কর সহ বিশিষ্টরা।