হাড়োয়া থানার অন্তর্গত মল্লিকঘেরী এলাকায় ৬৬ শতক জমি নিয়ে বিবাদের জেরে আহত হলেন দুই মহিলা সহ ৭ জন। সোমবার সন্ধ্যা সাতটা নাগাদ অভিযুক্ত সাতজনের বিরুদ্ধে হাড়োয়া থানায় লিখিত অভিযোগ দায়ের। অভিযোগকারী যুবরাজ নেয়ে'র দাবি ৬৬ শতক জমির পরচা, রেকর্ড তাদের নামে,গত কয়েকবছর ধরে ঐই জমিতে তারা চাষ করে আসছে, অভিযুক্তরা প্রায়দিনই জমি নিয়ে ঝামেলা করে বলে আদালতে মামলা চলছে। জমিতে ইনজাংশন জারি আছে। এদিন বিকেলে জমিতে যখন ধান রোপণ করার কাজ শেষ পর্যায়ে তখন অভিযুক্তরা