সারেঙ্গায় বজ্রঘাতে মৃত্যু হল গোয়ালতোড় থানার এক শ্রমিকের। সারেঙ্গা থানার বিক্রমপুর গ্রামে বাঁশ কাটার কাজে অনান্য কয়েকজন শ্রমিকের সাথে এসে ছিলেন ওই ব্যক্তি। জানাগেছে মৃতের নাম বিপিন হেম্ব্রম (৪৩), গোয়ালতোড় থানার নিশ্চিন্তিপুর গ্রামে বাড়ি। স্থানীয় সূত্রে খবর, সারেঙ্গা থানার বিক্রমপুর গ্রামে বাঁশ কাট ছিলেন কয়েকজন শ্রমিক। সূত্রের খবর এক ব্যবসায়ী কথা মতো তারা বাঁশ কাটার কাজে এসেছিলেন।