পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় ভালো ফল করে তাক লাগালো মাটিয়ালি ব্লকের গ্রাম্য এলাকা বাতাবাড়ির মোহাম্মদ রেহান প্রধান। এবছর জয়েন এন্ট্রান্স পরীক্ষায় রাজ্যে ৩০৮৬ র্যাংক করে সে। ইতিমধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কাউন্সিলিং এর মাধ্যমে তার ভর্তিও হয়েছে। বাতাবাড়ির পেশায় ছোট ঠিকাদার শফিউল করিম প্রধান ও গৃহকর্ত্রী মুর্শিদা বেগমের পুত্র মোহাম্মদ রেহানের এই সাফল্যে খুশি গোটা পরিবার।