পারিবারিক অশান্তির জেরে মানসিক অবসাদ থেকে বিষপান করে আত্মঘাতী ব্যক্তি। মৃতদেহটিকে ময়নাতদন্তে পাঠিয়ে এই ঘটনায় আপাতত একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ। মৃত ব্যক্তির নাম সফিকুল আলম (৩৪)। বাড়ি দক্ষিণ দিনাজপুরের কুশমণ্ডি থানা এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, মানসিক অবসাদ থেকে গত ২১ অগাস্ট বিকেলে বিষপান করেন সফিকুল। আজ সকালে তার মৃত্যু হয়।