দক্ষিণ দিনাজপুর জেলার বহুল আলোচিত স্ত্রী হত্যাকাণ্ডের মামলায় অবশেষে দোষী সাব্যস্ত হলেন আবগারি দপ্তরের আধিকারিক দিবাকর ঘোষ। শুক্রবার জেলা আদালতের অ্যাডিশনাল সেশন ফার্স্ট কোর্টের বিচারক সন্তোষ পাঠক রায় ঘোষণা করেন। আদালত সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ১০ তারিখ নিজ বাড়িতে গাড়ি চাপা দিয়ে স্ত্রীকে খুন করেছিলেন দিবাকর।