বিজেপির চা বাগান শ্রমিক সংগঠন BTWU এর কালচিনি ব্লক সভাপতির দায়িত্ব পেলেন নারায়ণ মঙ্গর। বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা নাগাদ BTWU এর কেন্দ্রীয় কমিটির সদস্যরা জানান, এদিন কালচিনি ব্লকের মেচপাড়া চা বাগান এলাকায় একটি বৈঠক আয়োজিত হয়। বৈঠকের মধ্য দিয়ে কালচিনি ব্লকে BTWU এর নতুন ব্লক কমিটি গঠন করা হয়। ব্লক কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন নারায়ণ মঙ্গর, এছাড়া সীতারাম বাঘওয়ার ও কৈলাস মাহালিকে ব্লকে সাধারণ সম্পাদক করা হয়েছে।