বস্ত্র বিতরণে মারগ্রাম থানার উদ্যোগ বীরভূম জেলা পুলিশের উদ্যোগে মারগ্রাম থানার পক্ষ থেকে শনিবার বিকেলে আয়োজিত হলো এক মানবিক প্রয়াস। দুর্গোৎসবের আগে দুস্থ শিশু ও মা–বোনেদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন মারগ্রাম থানার ভারপ্রাপ্ত আধিকারিক জাহিদুল ইসলাম, অন্যান্য পুলিশ অফিসার ও থানার কর্মীরা। আনুমানিক পাঁচটা নাগাদ শুরু হওয়া এই কর্মসূচিতে এলাকাবাসীরাও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। মারগ্রাম থানার পক্ষ থেকে জানানো হয়েছে,