পুজোর আগে বনগাঁ শিয়ালদা রুটে চালু হতে চলেছে এসি লোকাল ট্রেন, ট্রেনটি অশোকনগরের দাঁড়াবে না বলে ইতিমধ্যেই খবর ছড়িয়ে পড়েছে তাই বুধবার অশোকনগর স্টেশন মাস্টারের সাথে দেখা করলেন বিধায়ক নারায়ন গোস্বামী জানতে চাইলেন কেন দাঁড়াবে না। পাশাপাশি তিনি স্টেশন মাস্টারকে জানান যদি অশোকনগরে না দাঁড়ায় তাহলে আগামীতে আন্দোলনে নামবেন তারা