খবরের জেরে সুইসার সুন্দর নগর এলাকার রাস্তার মেরামতের কাজ হল। প্রসঙ্গত বাগমুন্ডি থানা এলাকার তুনতুরি সুইসা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সুইসা গ্রামের সুন্দর নগর এলাকার বাসিন্দারা অভিযোগ আনেন সুইসা থেকে ডাংডুং যাওয়ার মধ্যে সুন্দর নগর টলাতে কাঁচা রাস্তার বেহাল দশা দেখা দিয়েছে। রাস্তার মধ্যে গর্ত, পিচ্ছিল, কর্দমাক্ত সব মিলে পথ চলতি মানুষ, স্কুলে আসা পড়ুয়া, মার্কেটে আসা কৃষক ব্যবসায়ী মিলে সকলেই চরম ভোগান্তিতে পড়েছে। তাই তারা দ্রুত মেরামতের দাবি জানিয়েছ