কুমিরমারীর পালা মারীতে, নরেন্দ্রপুর সমাজ কল্যাণ মিলন সংঘের সার্বজনীন নব দুর্গা পূজার উদ্বোধন করলেন গ্রাম পঞ্চায়েত প্রধান ও উপ প্রধান সোমবার রাত ৮ টার সময়।দক্ষিণ ২৪ পরগনার গোসাবা ব্লকের সুন্দরবন কোস্টাল থানার অন্তর্গত কুমিরমারী GPর পালামারীতে, সমাজ কল্যাণ মিলন সংঘের সার্বজনীন নব দুর্গা পূজার উদ্বোধন করলেন কুমিরমারী GP প্রধান শ্রাবনী মন্ডল ও উপ প্রধান দেবাশীষ মন্ডল সোমবার রাতে।উপস্থিত ছিলেন বাগনা ফরেস্টের রেঞ্জার বিপ্লব কুমার ঘোষ,oc মিজানুর রহমান।