Download Now Banner

This browser does not support the video element.

হবিবপুর: আদিবাসি কুড়মি সমাজের পক্ষ থেকে করম পরব পালন করা করলো বোদরইল গ্রামে

Habibpur, Maldah | Sep 3, 2025
হবিবপুর ব্লক আদিবাসি কুড়মি সমাজের পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এবারও করম পরব পালন করা করলো হবিবপুর ব্লকের কানতুর্কা আঞ্চলের-বোদরইল গ্রামে রবীন্দ্রনাথ মাহাতোর বাড়িতে, জানা গেছে পুরনো রীতি মেনে এই পরবে অবিবাহিত মেয়েরা-সাত দিন আগে থেকে মাটি, বালি ডালিতে রেখে তার পরে ঐ মাটিতে বীজ ফেলে। সেই বিজ অংকুর হয়, এবং তারা অঙ্কুরিত হওয়া বীজ ও করম গাছের ডাল কে পুজো করেন, জানান পৃথিবীতে তারাই সর্বপ্রথম বীজ রোপন করেছিলেন এবং তাদের দেখে অন্য চাষীরা চাষ আবাদ শিখেছে।
Read More News
T & CPrivacy PolicyContact Us