এই রাজ্যের বেকার যুবকরা বেকার কেন। আর এই রাজ্যে কাজ নেই বলে ভিন রাজ্যে বাংলার যুবকরা পারি দিচ্ছে। মালদা শহরের মাধবনগর এলাকায় হায়দ্রাবাদের কাজে গিয়ে এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়। আজ তার দেহ ফিরে বাড়িতে। আর এই প্রসঙ্গে বলতে গিয়ে মঙ্গলবার দুপুর একটা নাগাদ থানা মোড় এলাকায় বললেন বিজেপির দক্ষিণ মালদার সভাপতি বিশ্বজিৎ রায়।