পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমারে মহিলা পরিচালিত স্বয়ংসিদ্ধা দুর্গাপূজা কমিটির আয়োজনে দ্বিতীয় বর্ষের দুর্গাপুজোর বিজয় দশমীতে মায়েরা মাতালেন সিঁদুর খেলায় ঢাকের বাদ্যি সংশোধনী শুভেচ্ছা বিনিময় ও মিষ্টিমুখে মাকে বিদায় জানালেন মায়েরা সিঁদুর খেলার আগে দুর্গা মাকে সিঁদুর দিয়ে বরণ করে নেন তারপর মায়ের নিরঞ্জন প্রক্রিয়া শুরু করেন ]