Download Now Banner

This browser does not support the video element.

হাইলাকান্দি: রাজ্য সরকারের কৃতি শিক্ষক সম্মাননা প্রসঙ্গেPMশ্রী জামিরা HS-র অধ্যক্ষ সুফিয়ান সিদ্দিকী বড়ভুইয়াকে শুভেচ্ছা ও অভিনন্দন

Hailakandi, Hailakandi | Sep 3, 2025
হাইলাকান্দি জেলারPM শ্রী জামিরা হাইয়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ সুফিয়ান সিদ্দিকী বড়ভূইয়া বরাক উপত্যকা থেকে একমাত্র শিক্ষক হিসেবে রাজ্য সরকারের কৃতি শিক্ষকের সম্মাননা পাচ্ছেন। আগামী ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবস উপলক্ষে সরকারি অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হবে বলে জানা গেছে বুধবার। এ খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই রাত নয়টা পর্যন্ত তার শুভাকাঙ্খী, গুনমুগ্ধরা গভীর সন্তুষ প্রকাশ করে শুভেচ্ছা জ্ঞাপন করেন।
Read More News
T & CPrivacy PolicyContact Us