রাস্তা তৈরীর কাজের সূচনা করলেন বিধায়ক। ব্যান্ডেল সাহাগঞ্জের ষষ্টীতলা থেকে ঝাঁপ পুকুর বাইলেন পর্যন্ত রাস্তার বেহাল দশা ছিল। এলাকাবাসীরা বিধায়ককে জানিয়েছিলেন বিষয়টি। তারপরেই বিধায়ক এলাকা উন্নয়নের তহবিলের টাকায় সেখানে রাস্তা তৈরি করার উদ্যোগ নেয়। সোমবার সেই রাস্তা তৈরির কাজের সূচনা করেন তিনি।