পোতনা পুরসা অঞ্চলের ডি ওয়াই এফ আই এর ইউনিট সম্মেলন অনুষ্ঠিত হল সোমবার বিকেল চারটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত। সম্মেলন শেষে একটি সভা অনুষ্ঠিত হয় এদিন। সভায় বক্তব্য রাখেন জেলা সম্পাদক মন্ডলী সদস্য কমরেড মানসিজ হোসেন ও গোলসি ২ ব্লক কমিটির সদস্য দেবব্রত দাস। সভার সভাপতি তো করেন কমরেড শেখ নাসির উদ্দিন। আগামী দিন সংগঠন কিভাবে পরিচালিত হবে সেই নিয়ে চলে আলোচনা।