সালানপুরের আছড়াতে কৃষক সভার ৪১তম জেলা সম্মেলন সারা ভারত কৃষক সভার পশ্চিম বর্ধমান জেলার ৪১ তম সম্মেলন শুরু হল আজ সকাল ১১টা থেকে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের সালানপুর ব্লকের আছড়ার একটি বেসরকারি প্রেক্ষাগৃহে। আজকের এই সম্মেলনে মূলত কেন্দ্রীয় সরকার কৃষকদের উপর ভর্তুকি তুলে নেওয়া,কৃষকদের কৃষি কাজে ব্যবহিত সার প্রতি বস্তায় ৩৫০টাকা মূল্য বৃদ্ধি এবং কৃষকদের উৎপন্ন ফসলে বাজার দাম পাচ্ছে না এইটা সব বিষয় নিয়ে আলোচনার মাধ্যমে কেন্দ্র সরকার তথা রাজ্য সরকারে প্রতি