হাতির হানা অব্যাহত গোটা জেলায়। গতকাল গভীর রাতে বাঁকুড়ার উত্তর বন বিভাগের বড়জোড়া রেঞ্জের কোচকুন্ডা গ্রামে হামলা চালায় একটি রেসিডেন্সিয়াল হাতি। হাতির হানায় ক্ষতি হয় একটি গুমটি সহ একটি গৃহস্থের বাড়ির দরজার। আজ সকালে বিষয়টি নজরে আসতেই ক্ষতিপূরণের দাবি জানায় ক্ষতিগ্রস্তরা। বাঁকুড়া উত্তর বন বিভাগের বড়জোড়া রেঞ্জের পাবয়া এলাকাতে রয়েছে ছয়টি হাতি। স্থানীয়দের অনুমান তাদের মধ্যে থেকেই কোনোভাব একটি হাতি হামলা চালিয়েছে গ্রামে ঢুকে।