দশমীর সকাল মানেই সিঁদুর খেলায় মাতোয়ারা বাঙালি। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট শহরের ঐতিহ্যবাহী শংকর স্মৃতি মন্দিরে বৃহস্পতিবার দুপুরে সেই আবহ যেন আরও জমকালো হয়ে উঠল। সেখানেই সিঁদুর খেলায় যোগ দিলেন সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের স্ত্রী কোয়েল মজুমদার। বেলা বারোটার পর মন্দিরে গিয়ে মা দুর্গার চরণে প্রণাম করেন তিনি। এরপর স্থানীয় গৃহবধূদের সঙ্গে কপালে সিঁদুর পরিয়ে, আলতা মেখে ও মিষ্টিমুখ করিয়ে মাতৃবিদায়ের সেই বিশেষ আচার-অনুষ্ঠানে অংশ নেন।