মঙ্গলকোটের আমডোবের কাছে শুক্রবার সড়ক দুর্ঘটনায় গুরুতর জখম হলেন দু’জন বাইক আরোহী। তাদেরকে উদ্ধার করে এদিন আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ চিকিৎসার জন্য মঙ্গলকোট গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের আঘাত গুরুতর হওয়ায় তাদেরকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলকোটের সিউড় গ্রামের বাসিন্দা সম্পর্কে বাবা ও ছেলে একটি বাইকে চড়ে বর্ধমান থেকে বাড়ি ফিরছিলেন।