বার্নপুর সেল বা ইস্কো কারখানায় দুর্ঘটনা, চেইন রোলারে চাপা পড়ে মৃত্যু জুনিয়র ইঞ্জিনিয়ারের জানা গেছে, অন্য দিনের মতো আজ দুপুর ৩:৩০টায় বার্নপুর ইস্কো কারখানা বা সেল isp কারখানায় জুনিয়র ইঞ্জিনিয়ার সুনীল কুমার সিনহা সিসিপি অপারেশনের কনভার্টার এলাকায় কাজ করছিলেন। সেই সময় পিছনের দিকে আসা চেইন লোডারটি তার উপর দিয়ে চলে যায়। তাতে তিনি একেবারে পিষে যান। তাকে সঙ্গে সঙ্গে কারখানার স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত বলে ঘোষণা কর