এক বৃদ্ধের রহস্য মৃত্যু।ফ্ল্যাটের মধ্যে থেকে উদ্ধার দেহ।হাতের সোনার চারটি মূল্যবান আংটি ও মোবাইল ফোন পাওয়া যায়নি।সিসিটিভি তে এক ব্যক্তিকে ফ্ল্যাটে ঢুকতে ও বেরোতে দেখা যায়।পরিবারের লোকজন মনে করছেন এটা খুনের ঘটনা।তদন্তে গোলাবাড়ি থানার পুলিশ। উত্তর হাওড়ার গোলাবাড়ি থানার অন্তর্গত ইন্দিরা ভবন।এখানে তিনতলায় নিজের ফ্ল্যাটে মাঝেমধ্যেই একা রাতে থাকতেন অসীম দে।সেই ফ্ল্যাট থেকেই তার নিথর দেহ উদ্ধার হয় গতকাল।বাড়ির লোকেরা তার ফোন সুইচ অফ পেয়ে ওই বহুতলের অন্য এক বাসিন্দ