Barasat 1, North Twenty Four Parganas | Sep 13, 2025
২০২৫ সালের তৃতীয় জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হলো বারাসাত আদালতে প্রতি বছর চারটি করে এইরকম জাতীয় লোক আদালত আয়োজন হয়ে থাকে। সেই মতন আজ উত্তর ২৪ পরগনা জেলায় বারাসাতে জেলা আদালতে ২০২৫ সালের তৃতীয় লোক আদালত অনুষ্ঠিত হলো। এই জাতীয় লোক আদালতটি বিভিন্ন আদালতে চলমান এবং বিচারাধীন মামলাগুলির দ্রুত নিশ্চিত করার জন্য সারা দেশে অনুষ্ঠিত হয়ে থাকে।যার লক্ষ্য ট্র্যাফিক ই-চালান এবং অন্যান্য ছোটখাটো আইনি বিবাদ সমাধান করা। আজ বিকেল চারটা নাগাদ সেই ছবি তুলে ধরলাম