সাইবার প্রতারণায় ফিরে পেল টাকা! খুশি সাধারণ মানুষ মুর্শিদাবাদের কান্দি থানার পুলিশ সাইবার প্রতারণার ১০ লাখ ২১ হাজার টাকা উদ্ধার করে ফিরিয়ে দিল মালিকদের হাতে। বুধবার সন্ধ্যায় কান্দির SDPO ও আইসি মৃণাল সিনহার হাত থেকে প্রতারিত হওয়া টাকা ফেরৎ পেয়ে খুশি প্রতারণার শিকার হওয়া মানুষজন। গত ছ'মাস সময় ধরে কান্দি থানা এলাকায় যে সমস্ত মানুষ সাইবার প্রতরণার শিকার হয়ে পুলিশের দ্বারস্থ হয়েছিল। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করে কান্দি থানার পুলিশ। ৯ জনের কাছে থেক