মঙ্গলকোটের মালিয়াড়ায় বিদ্যুতের শক খেয়ে মৃত্যু হল এক কিশোরের। তার দেহ সোমবার আনুমানিক দুপুর আড়াইটা নাগাদ ময়নাতদন্তের জন্য কাটোয়া মহকুমা হাসপাতালে পাঠালো মঙ্গলকোট থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, মালিয়াড়ার বাসিন্দা মৃত কিশোরের নাম আকাশ ধীবর(১৬)। গতকাল নিজেদের গোয়ালঘরে বাল্ব জ্বালাতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ট হয় আকাশ। তারপর তাকে তড়িঘড়ি উদ্ধার করে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।