রঘু ডাকাত এর প্রচারের মধ্যে অন্যরূপে দেব কোলাঘাটে পুকুরের ছিপ নিয়ে মাছ ধরলেন চললেন ঘোড়ার পিঠে, পুজোয় মুক্তি পেতে চলেছে দেবের নতুন ছবি রঘু ডাকাত সেই ছবির প্রচারে বাংলার নানা প্রান্তে বাসে চড়ে পৌঁছে যাচ্ছেন হাওড়া থেকে তিনি ও তার টিম পৌঁছালেন কোলাঘাটে এবং কিছু সময় কাটান একটি বেসরকারি গেস্ট হাউসে সেখানে তিনি ছিপ নিয়ে মাছ ধরেন এবং ঘোড়ার পিঠে ঘুরে বেড়ান |এই ছবিতে দেব ও অনির্বাণ ভট্টাচার্য ছাড়াও রয়েছেন ইদিকা পাল রুপা গঙ্গোপাধ্যায় সোহিনীসরকার,ধ্রুব, ওম