মালদা জেলা পরিষদের উদ্যোগে ফিফটিন ফিন্যান্সের তহবিল থেকে প্রায় ৮ লক্ষ্য টাকা ব্যয়ে হবিবপুর ব্লকের শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের গোপীনাথপুর গ্রামে গনেশ লোহার বাড়ি থেকে ভূষণ লোহার বাড়ি প্রযন্ত ২১০ মিটার কংক্রীট রাস্তার কাজের শুভ সূচনা হয়ে গেল মঙ্গলবারএদিন জেলা পরিষদের সদস্য তারাশঙ্কর রায় জানিয়েছেন দীর্ঘদিন ধরে গ্রামবাসীদের দাবি ছিল ওই রাস্তাটি, সেই গ্রামবাসীদের দাবি অনুযায়ী ২১০ মিটার কংক্রীট রাস্তার কাজের শুভ সূচনা করা হয় আজকে