বৌসা বাজার থেকে বাইক চুরির ঘটনায় গ্রেপ্তার এক যুবক। উদ্ধার চুরি যাওয়া বাইক। বুধবার দুপুরে ধৃতকে আদালতে পেশ করে ইটাহারের পুলিস। ধৃতের নাম হাইদার আলি। তার বাড়ি ইটাহারের গোপিনাথপুর এলাকায়। জানা যায়, গত ২০ আগস্ট বৌসা বাজার থেকে কুমেদপুর গ্রামের বাসিন্দা বারিক মহম্মদের বাইক বাড়ির চুরি হয়। এরপর চুরির লিখিত অভিযোগের ভিত্তিতে হাইদারকে গ্রেপ্তার করে পুলিস। পাশাপাশি তারা বাড়ি থেকে চুরির বাইকটিও উদ্ধার করে পুলিস। এরপর ধৃতকে রায়গঞ্জ জেলা আদালতে পেশ করে ইটাহারের পুলিস।