বেশ কয়েক মাস আগে বালুরঘাট জেলা হাসপাতালে পুলিশ মর্গের জন্য ফরেনসিক বিশেষজ্ঞ চিকিৎসক কাজে যোগ দিয়েছেন। দীর্ঘদিন ফরেনসিক চিকিৎসক না থাকার ফলে মৃতের পরিবার পরিজনদের হয়রানির মুখে পড়তে হত। তেমনি ফরেনসিক বিশেষজ্ঞ চিকিৎসক আসার পরও হয়রানি কোন রকম ভাবে কমছে না বলেই অভিযোগ মৃতের পরিবারের। অভিযোগ, প্রায় প্রতিদিনই বিকেল তিনটার পর বালুরঘাট জেলা হাসপাতালে আসেন ফরেন্সিক বিশেষজ্ঞ চিকিৎসক। দীর্ঘদিন ধরে এমনটা হচ্ছে বলেই অভিযোগ মৃতের পরিবারের।