Baruipur, South Twenty Four Parganas | Sep 9, 2025
বারুইপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আমাদের পাড়া আমাদের সমাধান শিবির হয় পালপাড়া পালকি কমপ্লেক্সে। এই ওয়ার্ডের পৌর মাতা অপরাজিতা দাস বলেন মোট ৩ টি বুথ ১৩৩, ১৩৪ ১৩৫ নাম্বারে এই শিবির চলছে। ৪ নম্বর ওয়ার্ডের বহু মানুষ এই শিবিরে অংশগ্রহণ করে। ১৫ থেকে ১৮ টি অভিযোগ জমা পড়েছে। এলাকার রাস্তায় সমস্যা ড্রেনের সমস্যা ও লাইটের সমস্যা নিয়ে এই অভিযোগ গুলো জমা পড়েছে।