বেআইনি চোলাই মদ বিক্রির অভিযোগে পোলবার ভিন্ন তিনটি জায়গা থেকে তিন ব্যক্তিকে গ্রেফতার করে আজ শনিবার বেলা বারোটা নাগাদ চুঁচুড়া আদালতে পাঠাল পোলবা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাত্রে পোলবা থানার পুলিশ সেনসাগরের জলা সংলগ্ন এলাকা থেকে সুলতানগাচা পঞ্চানন তলা এলাকার বাসিন্দা সঞ্জয় সিনহা নামে এক ব্যক্তিকে ৫০ লিটার বেআইনি চোলাই মদ সহ গ্রেফতার করে। এছাড়াও পোলবার ডোনারপাড়া এলাকা থেকে কাপাসটিকরির বাসিন্দা উত্তম বাউল দাস ওরফে,,