ঘটনাটি ঘটেছে কৃষ্ণনগর কোতোয়ালি থানার হাইরোড লিচুতলা পাড়া এলাকায়। স্থানীয়দের দাবি কৃষ্ণনগর 12 নম্বর জাতীয় সড়কের জল সারা রাত ভোরে ঢুকে পুরো এলাকায় জনমগ্ন। রান্নাঘর থেকে শোয়ার জায়গা, সবই জলে ভর্তি। প্রতিবাদে কৃষ্ণনগর 12 নম্বর জাতীয় সড়ক পথ অবরোধ করে বিক্ষোভ এলাকাবাসীদের ঘটনাস্থলে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ বাহিনী।