হাইলাকান্দি জেলা কংগ্রেস সভাপতির পদত্যাগকে ঘিরে রাজনৈতিক মহলে নানা আলোচনা শুরু হলেও জেলা কংগ্রেস সাংগঠনিক পর্যায়ে কোনো ধরনের ক্ষতি হবে না বলে স্পষ্ট অভিমত ব্যক্ত করেছেন জেলা কংগ্রেসের সাংগঠনিক সাধারণ সম্পাদক শুভংকর ভট্রাচার্য্য। তিনি বলেন, জেলা সভাপতির পদত্যাগ ব্যক্তিগত কারণে, মূলত শারীরিক অসুস্থতার কারণে হয়েছে। তাই বিষয়টি দলের ভেতরে কোনো ভাঙন বা দুর্বলতার প্রতিফলন নহে বলেন তিনি।