হারিয়ে যাওয়া ১৭টি মোবাইল ফোন পুলিশ দিবসের মঞ্চ থেকে সোমবার ফিরিয়ে দিল মঙ্গলকোট থানার পুলিশ। থানার আইসি মধুসূদন ঘোষ ওইসমস্ত ফোনগুলি প্রকৃত মালিকদের হাতে তুলে দেন। এতে এদিন আনুমানিক বিকাল ৪টা নাগাদ স্বস্তিবোধ করেন উপভোক্তারা। জানা গিয়েছে, এদিন পুলিশ দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয় মঙ্গলকোট থানা চত্বরে। সেনার বেশে পুলিশ দিবসের মঞ্চ মাতালেন কচিকাঁচারা।